কালিয়াকৈরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

10167950_1477126812428187_4242576705385030915_n
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গজারিয়া কাঞ্চনপুর এলাকার ভাটির বিলের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যূ হয়েছে। নিহত রিশিতা মনিদাস(৮),শিমলা মনিদাস(১০) ও স্বর্ণা মনিদাস(৭)একই পরিবারের সদস্য।

স্থানীয় সূত্র জানায়, পুজার ছুটি ও লক্ষী পুজার আনন্দ উপভোগ করতে তিনদিন আগে পরিবারের লোকজনের সাথে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে কালিয়াকৈর উপজেলার গজারিয়া কাঞ্চনপুর গ্রামের সত্যরঞ্জন দাসের বাড়িতে বেড়াতে আসে। সত্যরঞ্জন দাস নিহতদের ফুফা ও খালু বলে এলাকাবাসী জানায়।

সূত্র আরো জানায়, বৃহষ্পতিবার সকালে নিহতরাসহ ৫ শিশু ফুফু ও খালার বাড়ী বেড়াতে এসে পরিবারের লোকজনের অলক্ষ্যে নৌকা নিয়ে ভাটির বিলের মাঝখানে অতিরিক্ত কচুরী পানার মধ্যে আটকে যায়। এক পর্যায়ে নৌকা উল্টে গেলে দুই জন সাঁতরিয়ে কিনারা আসলেও হৃষিতা মনি দাস(০৮), শিমলা মনি দাস(১০) ও স্বর্ণা মনি দাস(১১) নামে ৩ শিশু নিখোঁজ হয়।
খবর পেয়ে এলাকাবাসী এক ঘন্টা চেষ্টা চালিয়ে তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক বেলা দেড়টার দিকে তাদের মৃতঃ ঘোষনা করেন।

স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা: তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ শিশুকেই মৃত: অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহত রিশিতা মনিদাস সাভারের হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার স্বপন দাসের মেয়ে ,শিমলা মনিদাস  বিকাশ চন্দ্র দাসের মেয়ে ও স্বর্ণা মনিদাস  ইন্দ্র চন্দ্র দাসের মেয়ে। তারা সকলেই একই বাড়ীতে বসবাস করে ।

কারিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এসআই) সজিব খান সংবাদের সত্যতা নিশ্চি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *