ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

Slider ফুলজান বিবির বাংলা

14694730_549820735201278_704101955_n

 

জহির উদ্দিন বাবর, ঝালকাঠি প্রতিনিধি । ঝালকাঠি হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনোত্তর নবনির্বাচিত সভাপতি গ্রুপ ও নির্বাচিত সাংগঠনিক সম্পাদক গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৮ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার রাত ৭ টার দিকে শহরের আড়ৎদার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ব্যাপারী (৩৫), তার চাচা ফারুক ব্যাপারী (৩৮), তার ছোট ভাই পলাশ ব্যাপারী (২৪), নাইম (২৩), কালাম (৩২) রেজা (২৫), জাকির (৩০) নাসির (৩২)। নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আহত আবুল কালাম ব্যাপারী জানায়, শুক্রবার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হলে নব নির্বাচিত সভাপতি ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবীর তাকে নির্বাচন করতে নিষেধ করেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনায় আমি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি আমার উপর ক্ষিপ্ত হন। আমি কর্মী সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্র থেকে বাড়িতে রওয়ানা হলে যাবার পথে হুমায়ুন কবীরের ইশারায় তার সমর্থকরা আকস্মিক পিছন থেকে আক্রমন করে। এসময় তাদের এলোপাথারি হামলা ও ধাড়ালো অস্ত্রের আঘাতে সে নিজেসহ তার চাচা ফারুক ব্যাপারী, তার ছোট ভাই পলাশ ব্যাপারী, রেজা, জাকির, ফারুক, নাসির, দুলাল ও মিলন আহত হয়। আহতদের মধ্যে রেজা ও পলাশের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে। বাকিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে নব নির্বাচিত সভাপতি ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবীরের ঘনিষ্ট সূত্র জানায়, ভোট গ্রহনের সময় সভাপতি প্রার্থী হুমায়ূনের এক সমর্থককে কালাম ব্যাপারীর ছোট ভাই পলাশ ও তার সহযোগীরা মারধর করলেও ভোট গ্রহন কালে তারা কোন প্রতিত্তোর করেনি। ফলাফল শেষ হয়ে যাওয়ার পর আড়ৎদারপট্টি এলাকায় কালাম ও তার ভাইকে বিষয়টি জানতে চাইলে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়। তবে কোন প্রকার কোপানো বা হামলার ঘটনা ঘটেনি। এ ব্যাপারে ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান জানান, নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের নাম পরিচয় আমাদের কাছে আছে। ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে সঞ্জয় দাস নামের একজনকে আটক করেছে পুলিশ। শহরে পুলিশের টহল থাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *