প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্মাননা পেয়েছেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরিশাল বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ প্রফেসর সচীন কুমার রায়।
বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, ঢাকা’র মিলনায়তনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী গবেষণা পরিষদ শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ সম্মাননা প্রদান করে। শেরে বাংলা এ কে ফজলুল হক এর দৌহিত্র সাবেক সচিব জনাব মারগুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রফেসর ড. আক্তারুজ্জামান,উপ উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, এ সম্মাননা পদক তুলে দেন অধ্যক্ষ প্রফেসর সচীন কুমার রায়ের হাতে, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহম্মদ, একুশে পদক প্রাপ্ত পরমানু বিজ্ঞানী ড. জসীম উদ্দিন প্রমুখ। অধ্যক্ষ প্রফেসর সচীন কুমার রায় ৭ম বিসিএস এর ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি ইতোপূর্বে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরেবাংলা ও নেলসন ম্যান্ডেলা পদকে ভূষিত হয়েছেন। সরকারি উদ্যোগে মালয়েশিয়া থেকে ২০১২ সনে প্রশাসনিক ট্রেনিং গ্রহন করেছেন। তিনি একাধারে কবি,গল্পকার ও উপন্যাসিক। ব্যক্তি জীবনে একজন সাদা মনের মানুষ। শিক্ষয়েত্রী স্ত্রী ও দুই পুত্র সন্তানের জনক সচীন কুমার রায় বলেন জীবনের সিংহভাগ অতিবাহিত করছি শিক্ষকতার মত মহান পেশায় নিজেকে নিবেদিত রেখে। জীবনের বাকী সময়টাও মানুষ গড়ার নিবেদিত প্রাণ সৈনিক হসেবে কাটিয়ে দিতে চাই। শিক্ষায় অবদানের জন্য বিশেষ সম্মাননা পদক প্রদানকারী প্রতিষ্ঠান সমুহকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন জাতীর স্বীকৃত বিবেককে সম্মাননা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো শিক্ষার উৎকর্ষ সাধনে শিক্ষক সমাজকে অনুপ্রাণিত করত: জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করে চলেছে।