কষ্ট — ——–মেহেদী হাসান রানা

সাহিত্য ও সাংস্কৃতি

14642569_1799496546976305_487901044_n

 

কষ্ট —

——–মেহেদী হাসান রানা

ভালবেসেছি যতো বেশী অবহেলা সয়েছি ততো,

নিরবে বয়ে চলেছি আমি কষ্টেরি ক্ষত –।

কষ্ট কষ্ট কষ্ট কেন কষ্ট এতো?

রং হীন কষ্ট আমার হরেক রকম

কষ্ট কষ্ট নিয়ে ফেরি করে আমি হলাম শ্রেষ্ট।

নষ্ট হবার কষ্ট আমার নষ্ট মনের কষ্ট,

কষ্ট প্রেমে মগ্ন হয়ে আমি কষ্টাহত।

নষ্ট মনের কষ্ট আমার কষ্ট কেন এতো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *