গ্রাম বাংলা ডেস্ক:বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে আবারো করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টার কিছু আগে তাকে প্রিজন সেল থেকে সিসিইউয়ে নেয়া হয়। তিনি দীর্ঘদিন থেকে নানা ধরনের অসুখে ভুগছেন। এর আগে গত ২ সেপ্টেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিউি-এ চিকিৎসা দেয়া হয়। তার ছিল অতি উচ্চ রক্তচাপ (১৬০/১০৫), হৃদ স্পন্দন ছিল স্বাভাবিকের চেয়ে বেশি (১৪০-১৪৩)। ফুসফুসে দেখা দেয় সংক্রমণ। তার নিউমোনিয়া হয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।
মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক গোলাম আযমের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকাল থেকে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। গত ৬ অক্টোবর তিনি খুবই দুর্বল ছিলেন। তিনি স্বাভাবিকভাবে কথা বলতে কিংবা নিজের হাতে খেতেও পারছিলেন না।