ভালোবাসার সাধ মিটেছে –
———————–আবদুস শাহেদ শাহীন
জিজ্ঞাসিলেই ক্যামনে বলিস- ভালো আছি,
হাসিমুখে ক্যামনে বসিস কাছাকাছি?
কেমন করে ভালো থাকিস?
ক্যামনে মুখে হাসি রাখিস?
প্রশ্নগুলো পুঁড়ায় আমায় সারাটা দিন,
বদলে যাওয়া এই তুই আজ কতো স্বাধীন!
আমিও যদি বদলে যেতাম তোরই মতো,
হতোনা এই হৃদয় জুড়ে কষ্ট ক্ষত।
তোরই মতো হাসি দিতাম,
হেসে-খেলে দিন কাটাতাম,
ফেলে আসা স্মৃতির ছবি বুকে নিয়ে,
ভান করতে হতোনা রোজ হাসি দিয়ে।
কী কষ্টে করে গেছি এই অভিনয়,
তুই ক্যামনে জানবি আমার সেই পরিচয়!
তুই তো দূরে চলেই গেলি,
হয়তো সেথায় সুখেই ছিলি,
আমি হেথায় ভালো থাকার ভান করেছি,
কষ্ট পেয়েও ভালোবাসার গান ধরেছি।
তোর জন্য রাত্রি-দিনে প্রার্থনাতে,
সময় গেছে হৃদয় পোঁড়া আর্তনাদে।
কী হাহাকার বুকে নিয়ে,
দিন কেটেছে তোকে চেয়ে,
তোর জন্যে কেঁদে কেঁদে রাত কেটেছে,
ভালোবেসেই ভালোবাসার সাধ মিটেছে।
– ১২/১০/২০১৬