সাহিত্যে নোবেল পেলেন বব ডিলান

Slider সাহিত্য ও সাংস্কৃতি

35565_nobel

 

এ বছরে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করেছে সুইডিশ একাডেমি। সবাইকে বিস্মিত করে এই নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন সংগীতশিল্পী, গীতিকার, লেখক বব ডিলান। একাডেমি জানিয়েছে, ‘আমেরিকার ঐতিহ্যবাহী সংগীতের ধারায় নতুন ধারার কাব্যিক অভিব্যক্তি সৃষ্টি’র জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বব ডিলান জন্মগ্রহণ করেন ১৯৪১ সালের ২৪শে মে, মিনেসোটা রাজ্যে। মধ্যবিত্ত এক ইহুদি পরিবারে বেড়ে ওঠেন তিনি। মার্কিন লোকগায়ক উডি গুথ্রি ছিলেন তার একজন আদর্শ। সমসাময়িক কবি, গীতিকারদের দ্বারাও প্রভাবিত হয়েছিলেন তিনি। নিজ নামেই তার প্রথম গানের অ্যালবাম বের হয় ১৯৬২ সালে। ক্রমেই আমেরিকাজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বিশ্বব্যাপীও ছড়িয়ে পড়ে তার জনপ্রিয়তা। সমাজ, রাজনীতি, দর্শন ও সাহিত্যের নানা উপকরণ প্রভাবিত করে তার গানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *