এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় গতকাল ১২ অক্টোবর বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। উপজেলার ২নং কোষারাণীগঞ্জ ইউপি’র নাককাটি বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘবদ্ধ ব্যক্তিরা ইউপি সদস্য সালেকুর রহমানের নেতৃত্বে আতিকুর রহমান ও আফিরুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে হামলা চালিয়ে বেধরক মারপিট, ভাংচুর ও দোকানের মালামাল লুটপাট করে। বেধরক মারপিটে স্থানীয়দের মধ্যে তাজিম উদ্দীন (৬৫) এবং শাহিনুর রহমান (৩৫) গুরুতর আহত হয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলা চলাকালে স্থানীয় থানায় সংবাদ দেওয়া হলে থানার সেকেন্ড অফিসার সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনেন। হাসপাতালে চিকিৎসাধীন তাজিম উদ্দীন ও শাহিনুর রহমান বলেন, ১৫/২০ জনের একটি অস্ত্রধারী দল আকষ্মিকভাবে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। তারা দোকানের মালামালসহ নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার বিষয়ে ইউপি সদস্য সালেকুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনাটি সত্য নয় বলে জানান। তিনি আরও বলেন, এটি একটি সাজানো ঘটনা।