ঢাকা; জঙ্গি অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে মনজুর এলাহী নামের এক গার্মেন্ট ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র্যাব)।
বুধবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে মনজুর এলাহীকে গ্রেপ্তার করা হয়। তিনি গার্মেন্ট এক্সেসরিজের ব্যবসা করেন। র্যাব-৭-এর পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০১৪ সালে চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডের প্রধান মনিরুজ্জামান মাসুদের নিজাম রোডে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ইসলামী ব্যাংকের উত্তরা শাখা থেকে ৪ লাখ ২০ হাজার টাকা পাঠিয়েছিলেন মনজুর এলাহী। এ ছাড়া নগদ ৮০ হাজার টাকাও তিনি তাঁকে পাঠিয়েছিলেন। গ্রেপ্তার ব্যবসায়ী চট্টগ্রামে দুটি জঙ্গি মামলার আসামি।