সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে জস বাটলার, পরে বেন স্টোকসের সঙ্গে লেগেছে বাংলাদেশের খেলোয়াড়দের। জয়-পরাজয় ছাপিয়ে বেশি আলোচিত যেন এই ঘটনাই। অবশ্য চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচের আগে শান্তির পতাকা ওড়াচ্ছেন মঈন আলী। ইংলিশ অলরাউন্ডার জানালেন, পেছনের ঘটনা ফেলে এখন তাঁদের মনোযোগ ক্রিকেটেই।
বাংলাদেশ-ইংল্যান্ড দুই দল জিততে কতটা মরিয়া, সেটি ওই ঘটনাতেই স্পষ্ট। তবে লড়াইটা শুধু ব্যাটে-বলে সীমাবদ্ধ থাকবে, এটাই আশা মঈনের, ‘বাংলাদেশের দিক থেকে যদি দেখি, গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে তারা উদ্যাপন করছিল। কখনো কখনো এভাবে উদ্যাপন করাই যায়, তবে প্রতিপক্ষকে সম্মান জানানোর কথাটাও খেয়াল রাখতে হয়। অবশ্য ম্যাচের আগে ও পরে অনেক কিছু ঘটতে পারে।’
এমনিতেই সিরিজ দারুণ জমে উঠেছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় আর বাটলার-স্টোকস হয়ে উঠেছেন এই জমাটি মুহূর্তের কারণ। তবে মঈনের কণ্ঠে ঝরেছে জমজমাট সিরিজে ভালো আচরণের প্রত্যাশা, ‘সিরিজটা জমে উঠেছে। খেলার নিয়ম মেনে আশা করি সামনের ম্যাচে দুই দলের সবাই ভালো আচরণ করবে। পেছনে ফিরে তাকিয়ে যাতে আমরা বলতে পারি অসাধারণ এক সিরিজ ছিল এটি।’