অপ্রাপ্ত বয়স্ক একটি বালিকাকে ধর্ষণের অভিযোগে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রে। এতে বলা হয়েছে, ১৯৯৪ সালে মাত্র ১৩ বছর বয়সী ওই বালিকাকে ধর্ষণ করেছেন ট্রাম্প। এ মামলার অবস্থাগত বিষয় পর্যালোচনামুলক (স্ট্যাটাস কনফারেন্স) সভার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় এক বিচারক। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। মামলায় বলা হয়েছে, টিফ্ফানি ডো ছদ্মনামের একজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছেন যে, তিনি ডনাল্ড ট্রাম্প ও কোটিপতি জেফ্রে এপস্টেইনকে বাদীকে বার বার ধর্ষণ করতে দেখেছেন। ওই বাদীর নাম জেন ডো। এতে বলা হয়েছে, টিনেজ মেয়েদের নিজের পার্টিতে তুলে আনার জন্য অজ্ঞাত এক নারীকে ভাড়া করেছিলেন এপস্টেইন। এ মামলায় নতুন একজন প্রত্যক্ষদর্শী জোয়ান ডো’র নাম উল্লেখ করা হয়েছে। তবে ডনাল্ড ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু নিউ ইয়র্কের একটি আদালতে এ নিয়ে স্ট্যাটাস কনফারেন্স করার নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক রোনি আব্রামস। এ জন্য তিনি তারিখ নির্ধারণ করে দিয়েছেন। এ শুনানি হবে আগামী ১৬ই ডিসেম্বর। সমঝোতা করা বা মামলা চালিয়ে নেয়ার ক্ষেত্রে দু’পক্ষকেই বিচারক প্রয়োজনীয় তথ্য সহায়তা দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ১৯৯১ সালে সাবেক স্ত্রী ইভানার সঙ্গে বিচ্ছেদ ঘটে ডনাল্ড ট্রাম্পের। তখন ইভানা অভিযোগ করেছিলেন যে, ডনাল্ড তাকে ধর্ষণ করেছে। তাকে ইচ্ছার বিরুদ্ধে নৃশংস উপায়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন ট্রাম্প- এমন অভিযোগ করেন ইভানা। তবে এ অভিযোগও অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, এসব অভিযোগ মিথ্যা।