ঢাকা; নিরাপত্তার হুমকি নয় এমন সাংবাদিকদের তালিকা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের তালিকা চেয়ে গতকাল একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তথ্য সচিবের কাছে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ। পরিচালক (মিডিয়া) দেওয়ান হোসনে আইয়ুব স্বাক্ষরিত চিঠিতে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সংখ্যা এবং নিরাপত্তা যাচাই করে তাদের নাম, পদবি এবং প্রতিষ্ঠানের তালিকা জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য বলা হয়েছে। এতে বলা হয়, ঢাকাস্থ চীন দূতাবাস চীনের প্রেসিডেন্টের বাংলাদেশে রাষ্ট্রীয় সফরকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত চীনা সাংবাদিকদের সংখ্যা উল্লেখ করেছে। তারা জানায়, প্রেসিডেন্টের আগমন ও স্বাগত অনুষ্ঠানে চীনের ১৫ জনের বেশি সাংবাদিক থাকবেন না। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় সাক্ষাৎকারের সময় চীনের ১০ জনের বেশি সাংবাদিক উপস্থিত থাকবেন না। একই সঙ্গে সাইনিং সিরিমনিতে ১৫ জন, স্পিকার এবং বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎকারে ১০ জন, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকারে ১০ জন, জাতীয় শহীদ স্মৃতি সিরিমনিতে ১৫ জন এবং চীনের প্রেসিডেন্টের বিদায় অনুষ্ঠানে সাত জনের বেশি চীনের সাংবাদিক উপস্থিত থাকবেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, এসব রাষ্ট্রীয় অনুষ্ঠানে সমানসংখ্যক বাংলাদেশি সাংবাদিক উপস্থিত থাকবেন মর্মে ‘ইক্যুভেলেন্সি প্রিন্সিপাল’ নীতি অনুসরণের অনুরোধ জানিয়েছেন। চীনা দূতাবাস এসব অনুষ্ঠানে ‘ইক্যুভেলেন্সি প্রিন্সিপাল’ অনুযায়ী সমান সংখ্যক বাংলাদেশি সাংবাদিক যারা উপস্থিত থাকবেন তাঁদের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি নয় মর্মে নিরাপত্তা যাচাই এবং সে অনুযায়ী তাঁদের নাম, পদবী ও প্রতিষ্ঠানের তালিকা পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন। এমন অবস্থায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে সংখ্যা অনুযায়ী নিরাপত্তা যাচাই করে সাংবাদিকদের তালিকা তৈরি করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ জানানো যাচ্ছে। বাংলাদেশি সাংবাদিকদের তালিকার অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ঢাকাস্থ চীনা দূতাবাসের অনুরোধ অনুযায়ী তাদেরকে তালিকাটি পাঠানো হবে।