ঢাকা; ঘূর্ণিঝড় ‘ম্যাথিউয়ের’ আঘাতে ক্যারিবীয় অঞ্চলে, বিশেষ করে হাইতিতে নিহত হয়েছেন কমপক্ষে ৮৭৭ জন। এ খবর দিয়েছে বিবিসি ও আল জাজিরা। খবরে বলা হয়, ঘূর্ণিঝড়ের ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সেখানে সবচেয়ে শক্তিশালী ঝড়। বার্তা সংস্থা রয়টার্সের মতে, কয়েক লাখ মানুষ গৃহহারা হয়ে পড়েছে। ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। বেঁচে থাকার অবলম্বন ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষ নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়াতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ৪ লাখ ডলারের সহায়তা পাঠিয়েছে। বৃটেন প্রতিশ্রুতি দিয়েছে তারা কমপক্ষে ৫০ লাখ পাউন্ডের ত্রাণ সহায়তা দেবে।
হাইতি বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। ঘণ্টায় ১৪৫ মাইল বেগে প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউ দেশটিতে আঘাত হানে। লণ্ডভণ্ড হয়ে যায় লেস আঙ্গলাইস এলাকা। স্থানীয় মেয়র বলেছেন, সমুদ্রের পানি ধেয়ে আসছিল বাড়িঘরের দিকে। এতে ভয়ে মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। গুরুত্বপূর্ণ একটি সেতু ধসে গেছে। ভূমিধস দেখা দিয়েছে। যোগাযোগের মাধ্যম বিঘ্নিত হচ্ছে। তিনি বলেছেন, আক্রান্ত এলাকাগুলোতে যোগাযোগ স্থাপন করা গেলে নিহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির প্রকৃত পরিসংখ্যান পাওয়া যেতে পারে।