ঢাকা; ছোট বেলায়ই মা-বাবা মারা যায় তরিকুল ইসলামের। বড় বোন ও তরিকুল মামাদের হেফাজতেই বড় হয়। বোনের বিয়েও হয় মামাদের হেফাজতে থেকেই। গত ৬ মাস আগে জীবনে একটু স্বচ্ছলতার আশায় মামাদের সহযোগিতায় শ্রমিক হিসেবে ইরাকে যান তিনি। তবে বৃহস্পতিবার দেশটির রাজধানী বাগদাদের একটি সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জীবন প্রদীপ নিভে যায় তার।
তরিকুলের মামাতো ভাই ইয়াসিন আরাফাত রিপন জানান, নিহত তরিকুলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাড়িয়াদহ গ্রামে। তিনি মৃত আইনাল হক ও মৃত আশুরা খাতুনের ছেলে। বাবা-মা হারা তরিকুল মামাদের সহযোগিতায় ইরাকে যান। দেশটির রাজধানী বাগদাদ শহরের একটি কোম্পানিতে কাজও পান। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২ টার দিকে কাজ করতে যাচ্ছিলেন। শহরের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হন। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে তারিকুলের লাশ দেশে ফেরৎ পাঠানোর আকুতি জানিয়েছেন তার মামাসহ এলাকাসী।