মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি; মাধবপুরে পারাবত ট্রেনে অগ্নিকা-ের ঘটনায় ১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।
আজ রাত সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমানকে প্রধান করে ৪ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে ঢাকা সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া রেল স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সকাল ১০ টায় পারাবত ট্রেনটি দূর্ঘটনায় পতিত হলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৮ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উধ্বতন উপসহকারী প্রকৌশলী রুহুল আক্তার খান ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করের্ছেন।
সকাল ১০ টায় পারাবত ট্রেনটি দূর্ঘটনায় পতিত হলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৮ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উধ্বতন উপসহকারী প্রকৌশলী রুহুল আক্তার খান ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করের্ছেন।