গ্রাম বাংলা ডেস্ক: একাকীত্ব দূর করার জন্য নিজেই নিজেকে বিয়ে করা কোনো সাধারণ ঘটনা নয়। আর এমন অসাধারণ ঘটনাটিই ঘটালেন গ্রেস গেল্ডার নামে এ ব্রিটিশ নারী। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।
একজন মানুষ অন্যজনকে বিয়ে করবে এটাই স্বাভাবিক। কিন্তু গ্রেস গেল্ডার দীর্ঘ ছয় বছর অপেক্ষা করেও মনের মতো কোনো সঙ্গী খুঁজে পাননি। এরপর তিনি ভেবে দেখলেন যথেষ্ট হয়েছে। আর এভাবে নয়। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে….’
তাই তিনি সিদ্ধান্তটি নিয়েই ফেলেন যে, নিজেই নিজেকে বিয়ে করবেন। তিনি নিজের সঙ্গে নিজেই একটা অত্যন্ত ভালো সম্পর্ক গড়ে তুলেন। এতে তার নিজের জীবনে নতুন দিগন্তের উন্মোচন হয় বলে তিনি জানিয়েছেন।
এরপর গত বছরের নভেম্বর মাসে তিনি লন্ডনের পার্লামেন্ট হিলে ভ্রমণ করেন। সেখানেই তিনি পার্কের এক বেঞ্চে বসে নিজেকে নিজেই প্রস্তাব দেন। এরপর সে সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়াল।
গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আপনি যদি নিজেই নিজেকে বিয়ে করার ঘোষণা দেন তাহলে এটি নিজেকে ভালোবাসার এক বিবৃতি হিসেবে ধরা দেবে। তবে এ বিষয়ে আমার কোনো কল্পনাও ছিল না যে বিষয়টি কেমন হবে।’
তিনি আরও বলেন, ‘কিন্তু আমি নিজের উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত ছিলাম।’
যুক্তরাজ্যের ডেভনে গ্রেস গেল্ডারের বিয়ের অনুষ্ঠানে ৫০ জন অতিথি ছিলেন। আর বিয়ের বর ও কনে হিসেবে ছিলেন একজনই- গ্রেস গেল্ডার।
বিয়ের পোশাক ছিল অনেকটা ভিন্টেজ স্টাইলের। আর তার বিয়ের চুমুটি তিনি এক আয়না ব্যবহার করেই দিয়েছিলেন।
গ্রেস তার বান্ধবীদের বলেছেন, বিষয়টি তারা উদাহরণ হিসেবে নিতে পারেন। কারণ গ্রেস গেল্ডার সফলভাবে গ্রেস গেল্ডাকে বিয়ে করে সুখী জীবন কাটাচ্ছেন।