ঢাকা; সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় শিকার কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন আগামী শনিবারের আগে খাদিজার কথা কিছু বলা যাচ্ছেনা।
আজ শুক্রবার স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, খাদিজাকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখার কথা ছিল। এই সময় শেষ হচ্ছে বিকাল ৫টায়। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। কোন ধরণের অবনতি হয়নি। তাই বলা যায় কিছুটা ইতিবাচক। আজকের দিনটি দেখে শনিবার সকালের দিকে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। গত সোমবার বিকালে স্নাতক পরীক্ষা শেষে এমসি কলেজ কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর ক্যাম্পাসেই হামলার শিকার হন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম তাকে কুপিয়ে আহত করে।