এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬’ তে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আজ ৬ অক্টোবর বিদ্যালয়ের এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের স্কুলজীবনের শেষ ক্লাস অনুষ্ঠিত হয়। সমাপনী দিবস উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রভাতি ও দিবা শাখার এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা স্বউদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করে। প্রভাতি শাখার এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা আজকের পিটি পরিচালনা করে। এরপর বেলা ৯ টায় বিদ্যালয়ের মাল্টি পারপাজ হলে সমাপন দিবসের কার্যক্রম শুরু হয়।
শিক্ষক-শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পর শিক্ষার্থীদের নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বেলা ১১:০০ টায় অনুষ্ঠান সমাপ্ত হয়। দিবা শাখার এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরাও আজকের পিটি তাদের জনপ্রিয় মিউজিকাল স্টাইলে পরিচালনা করে। এরপর বেলা ১২:৩০ টায় বিদ্যালয়ের মাল্টি পারপাজ হলে সমাপন দিবসের কার্যক্রম শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পর দিবা শাখার এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঠাকুরগাঁওয়ের জনপ্রিয় ব্যান্ডদল ‘কালো দর্পণ’ গান পরিবেশন করে।
এছাড়া স্বরচিত কবিতা আবৃতি এবং ডান্স শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিকাল ৩:৩০ টায় সমাপ্ত হয়। উক্ত দুই অনুষ্ঠানেই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।