সেলফি তুলে সমালোচনার শিকার যুব মহিলা লীগের তিন নেত্রী

Slider টপ নিউজ

34597_selfee

 

ঢাকা; সিলেটে ছাত্রলীগকর্মীর হামলায় সংকটাপন্ন কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে দেখতে গিয়ে সেলফি তুলে তা ফেইসবুকে প্রকাশ করায় সমালোচনার মুখে পড়েছেন অপু উকিলসহ যুব মহিলা লীগের তিন নেত্রী।
বুধবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে যান তারা। যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের সঙ্গে যুগ্ম সম্পাদক কোহেলী কুদ্দুস মুক্তি ও সংগঠনের নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সাবিনা আক্তার তুহিনকে দেখা যায় ছবিতে। এ বিষয়ে জানতে চাইলে অপু উকিল গণমাধ্যমকে বলেন, খাদিজা মারা গেছে-এ রকম অপপ্রচার চালানো হচ্ছিল। আমরা দেখতে গেছি, সে যে সুস্থ হয়ে উঠছে তা বোঝাতে ফেইসবুকে ছবি দিয়েছে তুহিন। ফেইসবুকে তুহিনের শেয়ার করা ছবির নিচে মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সোমবার এমসি কলেজে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে খাদিজাকে। সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের এই ছাত্রী এখন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনও সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *