গাজীপুরে মহাসচিবের প্রথম আগমন আজ, দীর্ঘদিন পর বিএনপির সমাবেশ

Slider রাজনীতি

1a6f94867982dd508bfa624849d5f493-20

 

 

 

 

 

গাজীপুর অফিস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হয়ে গাজীপুরে আজ আসছেন প্রথমবারের মত। আর দীর্ঘদিন যাবৎ ঝিমিয়ে পড়া গাজীপুর বিএনপি এই সমাবেশকে ঘিরে কিছুটা চাঙা হতে যাচ্ছে এমনটিই মনে করছেন দলীয় নেতা-কর্মীরা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির গ্রামবাংলানিউজকে জানান, আজ বৃহসপতিবার বিকেল ৩টায় গাজীপুরে বঙ্গতাজ  পৌর অডিটরিয়ামে মরহুম হান্নান শাহ স্বরণে এক শোক সভায় যোগ দিতে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুুপুরে ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হবেন। বিএনপির মহাসচিব হিসেবে তার গাজীপুরে এটাই প্রথম সমাবেশ।

এদিকে গাজীপুর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সম্পাদক ডাঃ মাজহারুল আলম মন্ডল জানান, স্বরণ সভা সফল করতে দলীয়ভাবে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। দীর্ঘদিন পর গাজীপুরে এই ধরণের বড় একটি সমাবেশের আয়োজন করায় নেতা-কর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সমাবেশে বিএনপির মহাসচিব ছাড়াও কেন্দ্রিয় ও স্থানীয় অনেক নেতাই আসছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *