প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : আজ ০৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট বরিশাল যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে। অসংখ্য শিক্ষকের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে বর্নাঢ্য র্যালী সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি বরিশাল সিটি কলেজ থেকে শুরু করে বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সিটি কলেজে এসে সমাপ্ত হয়। পরে সিটি কলেজের মিলনায়তনে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, বরিশাল এর আহবায়ক স্বনামধন্যা শিক্ষক নেতা অধ্যক্ষ অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উক্ত সংগঠনের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খোকন, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, শিক্ষক নেতা রেজাউল করিম, রাশেদুল ইসলাম (মিরাজ),অধ্যক্ষ নুরুল দারাজ সহ অনেক শিক্ষক নেতা। বক্তারা বলেন আজ এক বছর হলো নতুন পে-স্কেলের অন্তর্ভূক্ত করা হলো কিন্তু পরিতাপের বিষয় সরকারি কর্ম-কর্তারা কর্মচারিরা ৫% বার্ষিক প্রবৃদ্ধি প্রাপ্ত হলো অথচ বেসরকারি স্কুক কলেজের ৫ লক্ষাধিক শিক্ষকদের ৫% প্রবৃদ্ধি থেকে বঞ্চিত করে রাখা হলো। সরকারি কর্মকর্তা – কর্মচারীদের বৈশাখীভাতা দেয়া হলো অথচ ৫ লক্ষাধিক শিক্ষক -কর্মচারীদের দেয়া হয় নি।সরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ন্যায় আমরা বাড়ি ভাড়া,মেডিকেল ভাতা,উৎসব বোনাস পাই না। ৫ লক্ষাধিক শিক্ষকদের প্রতি এ ধরনের বৈষম্য রেখে শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়া আদৌ সম্ভব নয়। মাননীয় প্রধান মন্ত্রীর প্রশংসা করে শিক্ষক নেতারা বলেন আপনি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা আপনার একক সিদ্ধান্তেই আজ শিক্ষকরা পে-স্কেলের অন্তর্ভুক্ত হতে পেরেছে তাই বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের অধিকারের ব্যাপারে আপনি অনুধাবন করে শিক্ষার বৃহত্তর এবং মানোন্নয়নের স্বার্থে যথা্যথভাবে কার্যকর ব্যয়বস্থা গ্রহণে উদ্যোগী হবেন এ দাবী আজ শিক্ষকদের নিত্যদিনের চাওয়া।এ সময় অন্যান্যদের মধ্যে বিজ্ঞ শিক্ষক নেতাদের সাথে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক স্বরবিন্দু কুন্ডু প্রমুখ। আলোচনার একপর্যায়ে অধ্যাপক নাসের জামাল এর পরিচালনা ও পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দিবসটির তাৎপর্য ও গুরুত্ত্ব তুলে ধরেন এবং অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদেরকে স্বত:স্ফূর্ত ভাবে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করেন।