ঢাকা; সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার ঘটনাকে বিচারহীনতার সংস্কৃতির ফল বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা খাদিজাকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন সময় নারীর ওপর সহিংসতার ঘটনাগুলোর বিচার হলে আজকের এ অবস্থার সৃষ্টি হতো না। খাদিজার ওপর হামলার ঘটনা বিচারহীনতার সংস্কৃতির ফসল। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ে যেন ঘটনার হোতা বদরুল বেঁচে না যায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এদিকে খাজিদার চিকিৎসার তত্ত্বাবধানে থাকা চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও অপরিবর্তিত। অস্ত্রোপচারের পর তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।