জহির উদ্দিন বাবর, ঝালকাঠি । ঙ্গলবার সকাল ৯ টায় ঝালকাঠি জেলা প্রশাসন মিলনায়তনে ঝালকাঠি জেলা রোভার স্কাউটস’র ত্রৈবার্ষিক-কাউন্সিল অনুষ্ঠিত হয় ।
কাউন্সিলে সভাপতির পদ অলংকৃত করেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী । এ সময় কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কে.এম.এ.এম. সোহেল, ভারপ্রাপ্ত সম্পাদক বাংলাদেশ রোভার অঞ্চল, এস.এম. তাইজুল ইসলাম, সম্পাদক বাংলাদেশ রোভার অঞ্চল, বরিশাল জেলা (ডি আর সি), মোঃ তৌহিদ উদ্দিন, আঞ্চলিক পরিচালক ও সম্পাদক বাংলাদেশ স্কাউটস, বরিশাল অঞ্চল, ঝালকাঠি জেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসার অধ্যক্ষ ও প্রভাষকবৃন্দ । সম্মেলনের শুরুতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ঝালকাঠি অঞ্চলের রোভার সম্পাদক অধ্যক্ষ মোঃ আইউব আলী। সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন সভাপতি মহোদয়, অতিথীবৃন্দ ও উপস্থিত অধ্যক্ষগণ । আলোচকবৃন্দ তাদের বক্তব্য বলেন, রোভার স্কাউটের কার্যক্রম সহ অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রম বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন বয়ে আনতে পারে । এই শিক্ষা রুখতে পারে জঙ্গিবাদ, মাদকাসাক্ত ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে পারে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের । তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোভারের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সকলেই উদাত্ত আহবান জানান । আজকের এই সম্মেলনে আগামী তিন বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট একটি কমটি গঠন করা হয় । এতে সভাপতি নির্বাচিত হন পদাদিকার বলে জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী, সম্পাদক নির্বাচিত হন উপাধ্যক্ষ কে এম শরিফুল কামাল । এছাড়াও সহ সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কে.এম.এ.এম. সোহেল, জেলা কমিশনার অধ্যক্ষ বিমল চক্রবর্ত্তী, সহ- জেলা কমিশনার হিসেবে অধ্যক্ষ মনির উজ্জামান ,অধ্যক্ষ গোলাম বারী খান, অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক-মাইনুল হোসেন মৃধা, কোষাধ্যক্ষ অধ্যাঃ জহির উদ্দিন মোঃ বাবর, জেলা রোভার স্কাউট লিডার অধ্যাঃ মোঃ আমির হোসেন সিকদার, সহযোজিত সদস্য অধ্যাঃ প্রাণ কৃষ্ণ বিশ্বাস প্রান্ত, অডিটর অধ্যাঃ মাইনুল ইসলাম, অধ্যাঃ দীপক দেবনাথ নির্বাচিত হন ।