জহির উদ্দিন বাবর, ঝালকাঠি । ঝালকাঠির রাজাপুরে প্রতিবন্ধী শিশুদের নিয়ে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। মঙ্গলবার ১২ টায় উপজেলার কানুদাসকাঠিতে প্রতিবন্ধীদের জন্য নির্মিত স্কুলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী ।
এ সময় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ্ মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিবন্ধীদের জন্য ২০১১ সালে এই স্কুলটি নির্মাণ করেন স্থানীয় বাবলু নামে এক প্রতিবন্ধী। স্কুলের প্রতিষ্ঠাতা প্রতিবন্ধী বাবলু জানান, “তিনি প্রবাসে থাকা অবস্থায় এক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেন। এরপর দেশে ফিরে তিনি প্রতিবন্ধীদের কষ্ট লাঘবের জন্য কিছু একটা করার তাগাদা অনুভব করেন । তখন তার মাথায় প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল নির্মাণের চিন্তা আসে। যাতে অসহায় প্রতিবন্ধী শিশুরা শিক্ষা অর্জন করে নিজেদেরকে সমাজে সম্মানজনক অবস্থায় প্রতিষ্ঠিত করতে পারে । তিনি আরো বলেন, আজ আমার অনেক দিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে। বর্তমানে এই স্কুলে অর্ধশতাধিক প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী রয়েছে, যারা বেশিরভাগই দরিদ্র পরিবারের । তাই তাদের জন্য স্কুলে মিড-ডে মিল চালু করা হল। এতে দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপকৃত হবে এবং স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি পাবে । তিনি প্রশাসন সহ এলাকার সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন”।