প্রিয়তম…
——————-রাফেজা ইমরোজ
আমি সেই আমি সেই তোমাতেই আছি বিলীন আজো…
ঋতু বদলের বহুরূপী রঙ্গিন আলো
বদ্ধঘরের ধূলোমাঘা জানালা ভেদ করি
বদলাতে পারেনি যুগোল চোখের চাহনি.. প্রিয়তম…
কত মেঘ নিশ্বাসে ছড়াল বিষ বৃষ্টির জলে
ডুবে গেল বিশ্বাসের অগনিত স্তম্ভ….
অদৃষ্ট অনুভুতির নীড়ে বিমূর্ত সময়ে
আসা শত প্রেমিকের প্রেম আহ্বান সবিনয়ে করেছে প্রত্যাখান
বিবর্ণ কত শত সহস্র দীর্ঘশ্বাস…
এই আমি সেই আমি আজো আছি
তোমাতেই বিলীন অশ্রুস্নাত হৃদের প্রতিটি ভাঁজে ভাঁজে
সযত্নে তোমায় বুনি দিবস-রজনী বারমাস….
জানি একদিন প্রিয় তব ভালোবাসার নিখুঁত জলে
ধুঁয়ে যাবে বেদনায় মোড়া আজিকার এই মৃত্যুবাস……