প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : বরিশালে বাল্যবিয়েতে সহায়তাকারী এবং বিবাহের বরের পিতাকে একমাসের কারাদণ্ড ও নগদ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঘটনার বিবরনে স্বেচ্ছাসেবী সংগঠন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল মারফত জানা যায় বরিশাল নগরীর কাউনিয়া এলাকার জাকির মোল্লার পুত্র রাব্বি মোল্লার (১৭) সাথে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত সুজন মোল্লার কন্যা নাসরিন আক্তার (১৫) এর শনিবার রাতে বিয়ে হয়। গোপন সংবাদের ভিত্তিতে আভাস এর চাইল্ড প্রকল্পের দুইজন প্রতিনিধি বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: নাজমুল হোসেন খানকে সাথে করে নিয়ে স্পটে পৌঁছান।এ সময় বিয়ের বর ও কাজী যথাক্রমে রাব্বি ও মো: জাকারিয়া পালিয়ে যায়।পরে কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় বরের পিতা জাকির মোল্লা ও বাল্যবিয়েতে সহায়তাকারী রিয়াজ হোসেনকে আটক করা সম্ভব হয়।এক পর্যায়ে ঐ রাতেই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাল্যবিয়েতে সক্রিয় সহায়তা করার অভিযোগে রিয়াজ হোসেন এবং বিয়ের অনুপযুক্ত অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে বিয়ে করানোর অপরাধে ছেলের বাবা জাকির মোল্লাকে পৃথকভাবে ১ মাসের কারাদণ্ড ও তাৎক্ষণিক এক হাজার টাকা করে জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হোসেন খান জানান বাল্যবিয়ে পরানোর অভিযোগে ভাটিখানা সোনালী আইসক্রিম মোড় এলাকার কাজী মো: জাকারিয়াকে গ্রেফতারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।