‘এ অঞ্চলে কোনো ধরণের সংঘাত কাম্য না’

Slider জাতীয়

file

 

ঢাকা; প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে তা তাদের অভ্যান্তরীন ব্যাপার। দু’দেশের দ্বিপাক্ষিক ব্যাপার নিজেরা বসে সমাধান করা দরকার। এ অঞ্চলে কোনো ধরণের সংঘাত কাম্য না। প্রতিবেশি কোনো দেশে উত্তেজনা হলে আমাদের উন্নয়নের ওপরে প্রভাব পড়ে।
আজ বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের অভিজ্ঞতা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধের বিচারের বিরোধীতাকারী পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার ব্যাপারে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান তাদের মতামত দিয়েছে। ১৯৭৪ সালে তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। যে কোনো দেশের সঙ্গে কূটনৈতিক মতভিন্নতা থাকতে পারে। আর তারা তো পরাজিত। পরাজিতরা কি বলল সেটা বিষয় না। নির্বাচন কমিশন গঠনে বিএনপির অংশ গ্রহণ প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিএনপি তাদের সময় কি ধরণের নির্বাচন কমিশন গঠন করেছে তা সবাই দেখেছে। তারা ১ কোটি ৩০ লাখের মতো ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করেছিল। মাগুরা, মিরপুরে উপনির্বাচন কিভাবে করেছে সেটাও সবার জানা। সুতরাং তারা নির্বাচন কমিশন গঠন করলে কেমন হবে সেটা সবাই জানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *