” ইনবক্সের সবুজ বাতি”
——–খায়রুননেসা রিমি
অনলাইনে এসেই আগে হন্তদন্ত হয়ে খুঁজি
তোমার ইনবক্সের সবুজ বাতি।
যেটা অবন্তির কপালে সিঁদুর রাঙা
লাল টিপের মতো জলজল করে।
তোমার সবুজ বাতি আমার মন বাগানে ঝড় তোলে।
মন কথারা কিলবিলিয়ে ওঠে।
অবনত মস্তকে চলতে থাকে কথা চালা চালি।
একবসায় অলস দুপুরটাও দৌঁড়ে পালায়।
ইনবক্সে বন্দী করলে আমায়।
তোমার সবুজ বাতি আমায় বিবাগী করে,
হাতছানি দেয় বার বার।
শুভংকর এসবই তোমার কারসাজি।
ছোট্ট মোবাইলটাকে ভীষণ আপন মনে হয়।
মনে হয় মুখ থুবড়ে পড়ে থাকি ইনবক্সের দ্বারে।
ইনবক্সের সবুজ আভায় আলোকিত করি নিজেকে।