ঢাকা; সাভারে পুলিশের কথিত ক্রসফায়ারে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ নার্সারির পাশে এ ঘটনা ঘটে। নিহত শাহ-আলম নয়ন (৪২) সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও মালঞ্চ আবাসিক এলাকার শহিদুল ইসলামের ছেলে। পুলিশের দাবি, নয়নের বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা, পুলিশের ওপর হামলা, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালন এবং অপহরণ-হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, নয়নকে নিয়ে রাত পৌনে ৩টার দিকে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে গেলে ওই এলাকায় ওঁত পেতে থাকা তার সহযোগীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্েয নয়ন আহত হয়। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ানশুটার গান, দুই রাউন্ড গুলি, চারটি ছোরা, দুটি রাম দা উদ্ধার করেছে বলে ওসি আরও জানান। নিহত নয়নের পরিবার জানায়, শুক্রবার নয়নকে ঢাকার মোহাম্মদপুরের বিহারী কলোনীর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।