বরিশালে কন্যা শিশু দিবস পালিত

Slider নারী ও শিশু
 14508719_314738955549210_1382442574_n
প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : বরিশাল জেলা সদরের মহাত্মা অশ্বিনী কুমার টাউন হলে জেলা প্রশাসন,বরিশাল ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের যৌথ উদ্যোগে কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশু সমাবেশ, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. গাজী মো: সাইফুজ্জামান, জেলা প্রশাসক , বরিশাল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কাজী হোসনে আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বরিশাল ও দেবী চন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল জেলা পরিষদ, বরিশাল।
” থাকবে শিশু সবার মাঝে ভালো দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো” এই শ্লোগানকে সামনে রেখে সকাল থেকে শুরু করে দিনব্যাপী এ অনুষ্ঠান পরিচালিত হয়।উদ্ভোধনী, শিশু সমাবেশ, মানব বন্ধন, আলোচনা, প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের ছড়া বলা প্রতিযোগিতা, কন্যা শিশুদের সমাবেশ ও চিত্রাংকন প্রতিযোগিতা, সুবিধাবঞ্চিত,শ্রমজীবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সুন্দর আয়োজনটি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *