ক্লিনটনের নারী কেলেংকারীকে সামনে আনলেন ট্রাম্প

Slider সারাবিশ্ব

  33659_naz-4

 

 ডেস্ক; মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় দুই প্রার্থীর মধ্যে কাদা-ছোঁড়াছুড়ি এর মধ্যে কম হয়নি। তবে এতদিন পর্যন্ত হিলারি ক্লিনটনের নানাবিধ সমালোচনাতেই ব্যস্ত ছিলেন ডনাল্ড ট্রাম্প। এবারে এই রিপাবলিকান প্রার্থী তাতে যোগ করলেন হিলারির স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে। তার যৌন কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে ট্রাম্প বললেন, হিলারি বিজয় লাভ করলে তার স্বামীর যৌন কেলেঙ্কারিকে ফিরিয়ে আনবেন হোয়াইট হাউজে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। খবরে বলা হয়, বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। গত সোমবারের প্রথম টিভি বিতর্কে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থীর কাছে একরকম ধরাশায়ী হয়েছেন ট্রাম্প। ওই বৃত্ত থেকে বেরিয়ে আসতেই এমন মন্তব্য করলেন তিনি। অন্যদিকে সোমবারের বিতর্কে ভালো করায় হিলারি মূলত ভোটারদের মনোযোগ কাড়তে ইতিবাচক কথা বলে যাচ্ছেন। তবে নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প ছিলেন আক্রমণাত্মক। তিনি অভিযোগ করেন, ‘আমেরিকার জনগণ বছরের পর বছর ধরে ক্লিনটনের দুর্নীতি ও কেলেঙ্কারি দেখে এসেছে। মিথ্যা বলার জন্য অভিশংসন হওয়া প্রয়োজন। মনে আছে? অভিশংসন।’ সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি। স্বতন্ত্র একটি পর্ষদের তদন্তের পর ১৯৯৮ সালের শেষের দিকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বিল ক্লিনটনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিংশসনের বিল উত্থাপন করে। হোয়াইট হাউজের তৎকালীন ইন্টার্ন মনিকা লিউনস্কির সঙ্গে যৌন কেলেঙ্কারি নিয়ে ক্লিনটনের নিজের স্বীকারোক্তিসহ অন্যান্য কারণে ওই অভিযোগ আনা হয়। পরে সিনেটের কল্যাণে তিনি অভিশংসনের হাত থেকে মুক্তি পান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির থেকে জানানো হয়, সোমবারের বিতর্কেই মনিকা লিউনস্কিকে নিয়ে স্ক্যান্ডালের বিষয়টি উত্থাপনের প্রস্তুতি ছিল। তবে বিতর্কে ক্লিনটন দম্পতির কন্যা চেলসি উপস্থিত থাকায় আর সেটা উত্থাপন করা হয়নি। ট্রাম্প নিজেও বৃহস্পতিবারের বক্তব্যে লিউনস্কির নাম করেননি। তবে তার আক্রমণাত্মক ভঙ্গিও ছেড়ে দেননি। সাম্প্রতিক দিনগুলোতে বরং ট্রাম্প ও তার সমর্থকরা হিলারির প্রতি ব্যক্তি আক্রমণ বাড়িয়েছেন। বিশেষ করে স্বামী বিল ক্লিনটনের কেলেঙ্কারিতে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ‘ক্লিনটন পরিবারের নোংরা অতীত রয়েছে। আমরা উজ্জ্বল ও অত্যন্ত পরিষ্কার একটি ভবিষ্যৎ গড়ব।’
এদিকে ট্রাম্প ও তার মিত্ররা স্বীকার করে নিয়েছেন, প্রথম বিতর্কে তাদের প্রস্তুতি যথাযথ ছিল না। ট্রাম্পের প্রচারণা দল ও রিপাবলিকান ন্যাশনাল কমিটি এর মধ্যে অনলাইনে একটি জরিপ পরিচালনা শুরু করেছে। তাতে সমর্থকদের কাছে জানতে চাওয়া হয়েছে, দ্বিতীয় বিতর্কে সন্ত্রাসবাদ, অর্থনীতি ও বাণিজ্য নিয়ে হিলারির নীতি নিয়ে সমালোচনা করা উচিত হবে কি না। তবে বিল ক্লিনটনের কেলেঙ্কারির বিষয়টি ট্রাম্প বিতর্কে তুলবেন কি না, তা জানতে চাওয়া হয়নি ওই জরিপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *