প্রতিমা বিসর্জন রাত ৯ টার মধ্যে

Slider জাতীয়

33677_protima

 

ঢাকা; শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। আজ ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল সংবাদ সম্মেলনে বলেন, আগামী ১১ই অক্টোবর সন্ধ্যার মধ্যে বিজয়ার শোভাযাত্রা শেষ করা এবং রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।  এবার সারা দেশে ২৯ হাজার ৩৯৫টি ম-পে পূজা হবে বলে জানানো হয়েছে উদযাপন পরিষদের পক্ষ থেকে। পূজায় বাড়তি নিরাপত্তা থাকবে উল্লেখ করে তিনি বলেন, আমরা আতঙ্কিত নই, কিন্তু শঙ্কামুক্তও নই। পুজার দিন কারাগারগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন, পূজা মন্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের দাবি জানানো হয় পরিষদের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু ছাড়া অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *