আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
অংশগ্রহণকারী ছাত্র ইউনিয়নের সহসভাপতি লিটন নন্দী প্রথম আলোকে বলেন, মানববন্ধনের নাম করে তাঁরা আন্দোলনকারীদের বাধা দিচ্ছিলেন। শহীদ মিনারে কাউকে যেতে বা সেখান থেকে আসতে দিচ্ছিলেন না। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে একটি পক্ষ সাইকেল শোভাযাত্রা করে প্রেসক্লাবের দিকে যাওয়ার সময় পেছন থেকে জলকামান নিয়ে ধাওয়া করে পুলিশ। দোয়েল চত্বরের সামনে থেকে দুজনকে আটক করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দুজনকে আটকের কথা স্বীকার করলেও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, এখানে দুই পক্ষই অনুমতি ছাড়া নিজ নিজ দাবি নিয়ে উপস্থিত হয়েছে। পুলিশের পক্ষ থেকে কাউকে বাধা দেওয়া হয়নি। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাওয়ায় দুজনকে আটক করা হয়েছে।
আয়োজকেরা জানান, মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মোহাম্মদপুর, সংসদ ভবন, ফার্মগেট, শাহবাগ হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।