বাংলাদেশ সীমান্তে ভারতের সতর্কতা জারি

Slider সারাদেশ

33666_bsf

 

কলকাতা ; পাকিস্তানের সঙ্গে টান টান উত্তেজনার আবহে বাংলাদেশ সীমান্ত দিয়ে পাক মদতে জঙ্গীরা গোলমাল পাকাতে পারে আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। এ ব্যাপারে সেনাবাহিনীর আশঙ্কার কথাও বিএসএফকে জানানো হয়েছে।
বলা হয়েছে, উত্তরবঙ্গেও সম্পূর্ণ সীমান্ত ধরে কড়া নজরদারি চালাতে। আর এজন্য বিএসএফের জওয়ানদের সব ছুটি আপাতত বাতিল করা হয়েছে। বিএসএফের পাশাপাশি সীমান্তবর্তী শহরগুলিতেও কড়া নজরদারি চালাতে বলা হয়েছে।  সীমান্তবর্তী গ্রামগুলিতে সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির উপরও নজর রাখতে বলা হয়েছে। এদিকে বিএসএফের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে সীমান্ত এলাকা থেকে গরু হাটগুলিকে সরিয়ে নেবার জন্য ফের অনুরোধ জানানো হয়েছ্ েএর আগেও বিএসএফের পক্ষ থেকে একই অনুরোধ জানানো হয়েছে। সীমান্তে ভারত থেকে বাংলাদেশে মূলত চোরাচালান হলেও এবার বাংলাদেশ থেকেও চোরাচালান বেড়ে চলেছে। বিএসএফ সম্প্রতি জানতে পেরেছে, সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে রসুন আসা গত কয়েক মাসে বেড়ে গিয়েছে। সম্প্রতি উত্তর ২৪ পরগণার গাইঘাটায় পুলিশ বাংলাদেশ থেকে পাচার হয়ে আসা প্রায় ২ হাজার কেজি রসুন আটক করেছে। জেলা পুলিশ সুত্রে বলা হযেছেম বাংলাদেশের রসুনের কোয়া অনেক বড় এবং দামেও সস্তা। আর এরই সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে রসুন পাচার বেড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *