ঢাকা; রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
আজ এই মামলার অভিযোগপত্র (চার্জশীট) গ্রহণ করে তারেক রহমান ও একুশে টেলিভিশনের সাংবাদিক মাহাথীর ফারুকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী।
২০১৫ সালের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ মামলায় দায়ের করা হয়। এ মামলায় তারেক রহমান ছাড়াও একুশের টেলিভিশনের তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম এবং সাংবাদিক কনক সারোয়ার ও মাহাথীর ফারুকীকে আসামি করা হয়েছে। গত বছরের ৮ই জানুয়ারি এ মামলা দায়ের করা হয়। গত ৬ই সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। তারেক রহমানের বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মানি লন্ডারিংয়ের একটি মামলায় নিম্ন আদালত থেকে খালাস পেলেও উচ্চ আদালত তাকে ৭ বছরের কারাদ-ের রায় দিয়েছে।