তন্দ্রাচ্ছন্ন মোহ”
——————–খায়রুননেসা রিমি
তন্দ্রাচ্ছন্নমোহ আমায় আষ্টেপৃষ্ঠে বেঁধেছিলো।
সময়ে অসময়ে তার ভাবনা মাথাটাকে গুলিয়ে দিচ্ছিল,
হাত কাটা, হাত পোড়ানো ছিল নিত্যকার খেলা।
সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হোঁচট খেতাম বার বার,
ইনবক্স ছিলো পুরো তার দখলে।
কিসের নেশায় মত্ত হয়ে এক বসায় কেটে যেতো নির্ঘুম রাত।
উচ্ছন্নের চূড়ান্তসীমায় পৌঁছার আগেই।
আচমকা এক ঝড় সব ভাসিয়ে নিলো।
তারপর সব ঠিকঠাক,একদম আগের মতো।
চোখের উপর থেকে রঙীন,মেকি পর্দাটা সরে গেলো।
বাস্তবতা আমায় মুক্তি দিলো
অহেতুক মোহাচ্ছন্ন পিচ্ছিল পথ থেকে।