গ্রাম বাংলা ডেস্ক: জীবনের যেকোনো ক্ষেত্রেই যে বিকল্প ঠিক করে রাখা ভালো তা সচেতন মানুষ মাত্রই জানেন। আর এ থেকে পিছিয়ে নেই বিবাহিত নারীরাও। কারণ তাদের অর্ধেকেরই ‘ব্যাকআপ হাসবেন্ড’ বা বিকল্প স্বামী ঠিক করা আছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।
সম্প্রতি ডেইলি মেইল কর্তৃক পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রায় ৫০ ভাগ নারীরই রয়েছে ‘ব্যাকআপ হাসবেন্ড’ ঠিক করা আছে। যদি তাদের বর্তমান বিবাহিত জীবনে কোনো সমস্যা হয় তাহলে সেই ‘ব্যাকআপ হাসবেন্ড’-এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কে সেই ‘ব্যাকআপ হাসবেন্ড?’ অধিকাংশ ক্ষেত্রেই এ ব্যাকআপ ব্যক্তিটি বিবাহিত নারীর পুরনো বন্ধু, যার সঙ্গে একসময় হৃদয়ঘটিত সম্পর্ক ছিল। এ ছাড়াও কারোকারোক্ষেত্রেতিনিপ্রাক্তন বয়ফ্রেন্ড, প্রাক্তন স্বামী, সহকর্মী বা জিমের সঙ্গী। ১০ ভাগ নারী জানিয়েছেন, তাদের ‘ব্যাকআপ হাসবেন্ড’ অতীতে তাকে ভালোবাসার কথা জানিয়েছিলেন। ২০ ভাগ নারী জানিয়েছেন, তিনি চাইলে সেই ব্যক্তি তার সবকিছু ফেলেই তার কাছে চলে আসবে।