ঢাকা; আফগানিস্তানের কাছে ২ উইকেটে হার দেখলো বাংলাদেশ। ২০৮ রানের টার্গেট পার করলো তারা ইনিংসের ২ বল বাকি রেখে। এর আগে পর পর দুই ওভারে আফগানিস্তানের দুই সেট ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে ভক্তদের আশা দেখান মাশরাফি ও মোসাদ্দেক। ব্যক্তিগত ৪৯ রানে উইকেট খোয়ান মোহাম্মদ নবী। এতে ভাঙে ১০৭ রানের জুটি। পরের ওভারে মোসাদ্দেককে বড় শট হাঁকাতে গিয়ে ক্যাচ দেন হাফ সেঞ্চুরিয়ান স্তানিকজাই।
এর আগে ব্যাট হাতে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। পঞ্চম উইকেটে দারুণ জুটিতে ভক্তদের আশা দেখাচ্ছিলেন সাবেক ও বর্তমান অধিনায়ক মোহাম্মদ নবী ও আসগর স্তানিকজাই। দলীয় ৬৩/৪ থেকে ৩৪ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহটা পৌঁছে ১৩৪/৪-এ। সাকিব আল হাসান পান চার উইকেট। আর অভিষেকে প্রথম বলেই উইকেট নেন মোসাদ্দেক। এর আগে বাংলাদেশের বল হাতে ওভারে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে সাকিব তুলে নেন আফগান ওপেনার নওরোজ মোঙ্গল ও ওয়ানডাউন ব্যাটসম্যান রহমদ শাহর উইকেট। এতে ৪ ৗবার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪/২-এ। এর আগে বাংলাদেশের ব্যাট হাতে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন অভিষিক্ত তারকা মোসাদ্দেক হোসেন। এতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ। মিরপুরে ৪ বল বাকি রেখে ২০৮ রানে ইনিংস গুটায় মাশরাফি বাহিনীর ।
২৭ রানের ব্যবধানে চার উইকেট খুইয়ে শঙ্কা জমে টাইগার শিবিরে। দলীয় ২৪.৫তম ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১১/২। কিন্তু ৩২.১ ওভার শেষে তা পৌঁছে ১৩৮/৬-এ। একে একে সাজঘরে ফিরে যান সাকিব-সাব্বিররা।
শুরুর তিন ব্যাটসম্যানের পথ ধরেন মুশফিকুর রহীম। ব্যক্তিগত ৩৮ রানে উইকেট খোয়ান তিনি। মিড উইকেট দিয়ে সøগ সুইপ খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। এতে ২৭.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২২/৪।
আগের দুই ওয়ানডেতে অর্ধশতক রানের কৃতিত্ব দেখান মাহমুদুল্লাহ রিয়াদ। আর বুধবারও ব্যাটে দেখাচ্ছিলেন বড় ইনিংসের ইঙ্গিত। তবে ক্রিজে মানিয়ে নিয়ে উইকেট খোয়ালেন মাহমুদুল্লাহও। আফগানিস্তানের নবীন পেসার নাভিনকে জায়গায় দাঁড়িয়ে হাঁকাতে গিয়ে পরিষ্কার বোল্ড হয়ে যান বাংলাদেশের এ ওয়ানডাউন ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহীম গড়েন ৬৬ রানের জুটি। এতে মাহমুদুল্লাহ করেন ২৫ রান। ইনিংসের ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১১১/৩-এ।
ক্রিজে মানিয়ে গিয়ে উইকেট দেয়া যাবে নাÑ সতীর্থদের কাছে এমন আহ্বানটা ছিল বাংলাদেশ অধিনায়ক মাশিরাফি বিন মুর্তজার। বুধবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের শুরুতে সতর্কতা দেখান বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে ক্রিজে মানিয়ে গিয়ে উইকেট খোয়ান উভয়েই। ইনিংসের ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩২/০। এতে শুরুর ৬ ওভারে স্কোর বোর্ডে জমা পড়ে মাত্র ১৯। দলীয় ৪৫ রানে উইকেট খুইয়ে সাজঘরের পথ ধরেন তামিম ইকবাল। ৩৬ বলের ইনিংসে ২০ রান করেন দেশসেরা এ ওপেনার। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৫/১-এ। আর সৌম্য সরকারের ৩১ ওভারের ইনিংসের ইতি ঘটে ব্যক্তিগত ওই ২০ রানেই। বাংলাদেশের দুই ওপেনারের উইকেট তুলে নেন আফগান পেসার মিরওয়াইস আশরাফ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান আফগানিস্তান অধিনায়ক আসগর স্তানিকজাই। ওয়ানডে অভিষেক হলো মোসাদ্দেক হোসেন সৈকতের। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস। প্রথম ওয়ানডেতে জয় নিয়ে সিরিজে ১-০তে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।
এর আগে ব্যাট হাতে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। পঞ্চম উইকেটে দারুণ জুটিতে ভক্তদের আশা দেখাচ্ছিলেন সাবেক ও বর্তমান অধিনায়ক মোহাম্মদ নবী ও আসগর স্তানিকজাই। দলীয় ৬৩/৪ থেকে ৩৪ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহটা পৌঁছে ১৩৪/৪-এ। সাকিব আল হাসান পান চার উইকেট। আর অভিষেকে প্রথম বলেই উইকেট নেন মোসাদ্দেক। এর আগে বাংলাদেশের বল হাতে ওভারে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে সাকিব তুলে নেন আফগান ওপেনার নওরোজ মোঙ্গল ও ওয়ানডাউন ব্যাটসম্যান রহমদ শাহর উইকেট। এতে ৪ ৗবার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪/২-এ। এর আগে বাংলাদেশের ব্যাট হাতে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন অভিষিক্ত তারকা মোসাদ্দেক হোসেন। এতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ। মিরপুরে ৪ বল বাকি রেখে ২০৮ রানে ইনিংস গুটায় মাশরাফি বাহিনীর ।
২৭ রানের ব্যবধানে চার উইকেট খুইয়ে শঙ্কা জমে টাইগার শিবিরে। দলীয় ২৪.৫তম ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১১/২। কিন্তু ৩২.১ ওভার শেষে তা পৌঁছে ১৩৮/৬-এ। একে একে সাজঘরে ফিরে যান সাকিব-সাব্বিররা।
শুরুর তিন ব্যাটসম্যানের পথ ধরেন মুশফিকুর রহীম। ব্যক্তিগত ৩৮ রানে উইকেট খোয়ান তিনি। মিড উইকেট দিয়ে সøগ সুইপ খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। এতে ২৭.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২২/৪।
আগের দুই ওয়ানডেতে অর্ধশতক রানের কৃতিত্ব দেখান মাহমুদুল্লাহ রিয়াদ। আর বুধবারও ব্যাটে দেখাচ্ছিলেন বড় ইনিংসের ইঙ্গিত। তবে ক্রিজে মানিয়ে নিয়ে উইকেট খোয়ালেন মাহমুদুল্লাহও। আফগানিস্তানের নবীন পেসার নাভিনকে জায়গায় দাঁড়িয়ে হাঁকাতে গিয়ে পরিষ্কার বোল্ড হয়ে যান বাংলাদেশের এ ওয়ানডাউন ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহীম গড়েন ৬৬ রানের জুটি। এতে মাহমুদুল্লাহ করেন ২৫ রান। ইনিংসের ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১১১/৩-এ।
ক্রিজে মানিয়ে গিয়ে উইকেট দেয়া যাবে নাÑ সতীর্থদের কাছে এমন আহ্বানটা ছিল বাংলাদেশ অধিনায়ক মাশিরাফি বিন মুর্তজার। বুধবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের শুরুতে সতর্কতা দেখান বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে ক্রিজে মানিয়ে গিয়ে উইকেট খোয়ান উভয়েই। ইনিংসের ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩২/০। এতে শুরুর ৬ ওভারে স্কোর বোর্ডে জমা পড়ে মাত্র ১৯। দলীয় ৪৫ রানে উইকেট খুইয়ে সাজঘরের পথ ধরেন তামিম ইকবাল। ৩৬ বলের ইনিংসে ২০ রান করেন দেশসেরা এ ওপেনার। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৫/১-এ। আর সৌম্য সরকারের ৩১ ওভারের ইনিংসের ইতি ঘটে ব্যক্তিগত ওই ২০ রানেই। বাংলাদেশের দুই ওপেনারের উইকেট তুলে নেন আফগান পেসার মিরওয়াইস আশরাফ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান আফগানিস্তান অধিনায়ক আসগর স্তানিকজাই। ওয়ানডে অভিষেক হলো মোসাদ্দেক হোসেন সৈকতের। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস। প্রথম ওয়ানডেতে জয় নিয়ে সিরিজে ১-০তে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।