দেশে ফিরলো হান্নান শাহর মরদেহ

Slider জাতীয়

14517567_1760254714224941_1002462836860798331_n

 

ঢাকা; দেশে ফিরেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর মরদেহ।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে তার মরদেহ।
বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ কয়েকজন সিনিয়র নেতা হান্নান শাহর মরদেহ গ্রহণ করেন। এর সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকসহ বিএনপি ও অঙ্গদলের কয়েকশ নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হৃদরোগের আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট সেন্টারে মৃত্যুবরণ করেন হান্নান শাহ। এর আগে গত ১১ই সেপ্টেম্বর উন্নত চিৎসার জন্য হান্নান শাহকে সিঙ্গাপুরে নেয়ার পর সেখানে তার এনজিওপ্লাস্টিও করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *