যেখানে আগে ছিলেম
————–রাফেজা ইমরোজ
ধরে রাখার কোন চেষ্টাই করলে না তাই হারিয়ে গেলেম.
…….. সেই অন্ধকারে ,
একাকিত্বের যন্রনা লয়ে যেখানে আগে ছিলেম…..
অবুঝ অবেগী প্রেমের কোন মূল্যই দিলে না
তাই যত্নে রেখে দিলেম
…… সেই অন্ধকূপে,
তোমার লাগি অনল-জ্বলন লয়ে
যেখানে আগে রেখে ছিলেম……