গাজীপুরে গরুর ট্রাক থামিয়ে টাকা আদায়

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ

DSC09271
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : শেষ পর্যায়ে গাজীপুর জেলার সকল গরুর হাট জমে উঠেছে। হাট বসানোর প্রতিযোগিতায় অজনপ্রিয় হাটের লোকজন গরু বিক্রি করতে বাধ্য করার জন্য জোরপূর্বক গরুর ট্রাক থামিয়ে টাকা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিরম্বনায় পড়েছেন ভূক্তভোগীরা।

শনিবার সরেজমিন গাজীপুর মহানগরের কাশিমপুর গরুর হাটে গিয়ে দেখা যায় প্রচুর ভীড়। হাজার ক্রেতা-বিক্রেতার পদভারে মুখরিত গরুর হাট।

গরুর হাটের ইজারাদার সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সরকার। পরিচালক আঃ আজিজ মাস্টার ও আইন উদ্দিন মোল্লা  জানান, শত্রুতা করে পার্শবর্তি বারেন্ডার সিদ্বেশ্বরী ও জরুন ইটাখোলায় দুটি হাট বসানো হয়েছে নিয়ম ভেঙ্গে। কাশিমপুর বাজারে আসার পথে ওই দুটি হাটের ইজারাদাররা জোরপূর্বক ট্রাক থামিয়ে গরু বিক্রি করতে বাধ্য করেন বলে অভিযোগ করেন আজিজ মাস্টার। পরে পুলিশি সহায়তায় গরু উদ্ধার করে আনা হয়। তবে ওই হাট গুলোতে ক্রেতা-বিক্রেতা না থাকায় আমার হাটেই এখন একমাত্র ভরসা। কাশিমপুর বাজারে প্রচুর গরু আমাদানী হয়েছে এবং বেচাকেনাও প্রচুর বলে মন্তব্য করেছেন আজিজ মাস্টার।

গাজীপুর জেলার কোনাবাড়ি-কাশিমপুর শিল্পাঞ্চলের প্রধান গরুর হাট কাশিমপুর বাজার। গরুর হাটে গিয়ে দেখা যায়, প্রচুর গরুর আমদানী হয়েছে, ক্রেতাও প্রচুর। মহাসড়কের একটু ভেতরে হাওয়ায় ঐতিহ্যৃবাহী কাশিমপুর গরুর হাট জমে উঠেছে। কাশিমপুর কোনাবাড়ি এমনিক আশুলিয়া রোড দিয়ে ঢাকা থেকেও কম দামে গরু কিনতে ক্রেতারা কাশিমপুর গরুর হাটে আসছেন।

DSC09266

গরু বিক্রেতা সিরাজগঞ্জের জগতলা গ্রামের আঃ রশিদের ছেলে আবুল হোসেন জানান, তিনি ১৬টি গরু এনেছেন। এরমধ্যে ১১টি বিক্রি হয়েছে। একটি গরুর মূল্য সাড়ে ৩লাখ টাকা বলে জানান তিনি।

গাজীপুর জেলা শহরের প্রধান গরুর হাট রথখোলায় গিয়ে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। ক্রেতাদের তুলনায় গরুর আমদানীও হয়েছে প্রচুর। অনেক গরু হাটে আছে। আরো আসছে।

এদিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে সরকারী বিধি লংঘন করে বসানো গরুর হাটও চলছে রমরমা। এছাড়া জেলার সব কটি উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে বসেছে গুরুর হাট। স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে ইজারা নিয়ে বসানো হয়েছে গরুর হাটগুলো। তবে ইজারা দিয়েই দায়িত্ব শেষ মনিটরিং ব্যবস্থা দূর্বল বলে মন্তব্য করেছেন অনেকে।

সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন মহলে নিয়মিত চাঁদা দিয়ে চলছে মহাসড়কের পাশে বসানো গরুর হাট গুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *