“আমি আলোয় ফিরতে চাই”
—————–খায়রুননেসা রিমি
একটা সুন্দর কবিতা প্রসবের জন্য
কতো রাত নির্ঘুম কাটিয়েছি,
ভাব না আসা রাতে একটু ভাবের জন্য
লবণ দেয়া ক্ষতের মতো যন্ত্রণায় ছটফট করেছি।
হৃদয়ে রক্ত ক্ষরণ ঘটিয়েছি অবিরত।
একটা ভালো লেখা প্রসব করবো বলে।
দিনের পর দিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে সাজিয়েছিলাম সোনার প্রোফাইল।
একটা পরিপূর্ণ গোছানো সংসার।
অনেকেই বলতো,আমার প্রোফাইল নাকি তাদের মন ভালো করার টনিক।
সেখানেই আজ ঘুঘু চরে।বিরানভূমি।
হ্যাকার অক্টোপাস খেয়ে দিলো আমার সব কিছু।
এক লহমায় গিলে ফেললো সুন্দর আগামী।
ধু ধু অন্ধকারে ছেয়ে আছে ঘরটা।
একটু আলো খুঁজছি।
কেউ কি একটা আলো নিয়ে এগিয়ে আসবে?
পথ দেখাবে বলে।
আমি আলোয় ফিরতে চাই।