গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহল কবীর রিজভী বলেছেন, আন্দোলন হবে। প্রধানমন্ত্রী আন্দোলন দমনে যে হুমকি দিয়েছেন তাতে লাভ হবে না। দেশের মানুষ সব বাধা উপেক্ষা করে আন্দোলনে রাস্তায় নেমে আসবে।
আজ শনিবার দলের নয়া পল্টনস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, প্রস্তাবিত হারে গ্যাসের দাম বাড়ালে মানুষ বিপাকে পড়বে। ব্যাহত হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জীবন যাত্রা। তাই সাধারণ মানুষের কথা বিবেচনায় না নিয়ে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে বিএনপি এর প্রতিবাদ করবে।
দেশে ছিনতাই, ডাকাতি ও মহাসড়কে চাঁদাবাজির সমালোচনা করে রিজভী বলেন, এর সাথে বেশীরভাগ সরকারী দলের লোকজন জড়িত। তিনি এসব বন্ধের দাবী জানান।