জনস্বাস্থ্য আজ হুমকির মুখে —ডা.মাজহার

Slider রাজনীতি

image-4

 

 

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম এক বিবৃতিতে বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় এখন সীমাহীন অরাজকতা চলছে। ঐতিহ্যবহী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে গিয়ে বঞ্চিত এবং প্রতারিত হচ্ছেন সারাদেশের মানুষ।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায় এক্স-রে, এম আর আই, ক্যাথেটার এমন কি অক্সিজেন দেয়ার মত সংবেদনশীল চিকিৎসায় কথিত প্রতারকেরা ডাক্তার সেজে রুগীদের প্রতারিত করছে। সম্প্রতি ঢাকা মেডিকেলে এমন বঞ্চনার শিকার হয়ে বিপ্লব মন্ডল নামে একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এতে প্রমানিত হয় সরকারের নিয়ন্ত্রন এমন অবস্থায় পৌঁছেছে যে, সাধারন মানুষ আজ হাসপাতালেও নিরাপদ নয়।দেশের জনস্বাস্থ্য আজ হুমকির মুখে। চিকিৎসা ক্ষেত্রে সকল দুর্নীতি এবং প্রতারনা অবিলম্বে বন্ধ করে জনগণের সুচিৎসার পথ সুগম করা দাবী করেন ডা.মাজহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *