ধাক্কা সামলে শতরানের জুটি আফগানদের

Slider খেলা

33014_bdc

 

ঢাকা; তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়ে সফরকারী আফগানিস্তানকে আশা দেখাচ্ছেন রহমত শাহ ও হাসমতুল্লাহ শহীদ। ব্যাট হাতে অর্ধশতক পূণ করেন ওয়ান ডাউন ব্যাটসম্যান রহমত শাহ। এতে ৩১ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪৮/২-এ। বিনা উইকেটে ৪৬ রান নিয়ে স্বাগতিকদের চোখ রাঙাচ্ছিলেন দুই আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ ও সাবির নূর। আর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে টাইগার সমর্থকদের বুকে কাঁপন ধরান শেহজাদ। তবে পরের বলেই আঘাত হানেন মাশরাফি। ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফির ডেলিভারিতে  উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শেহজাদ। পরের ওভারে ভেলকি দেখান স্পিন তারকা সাকিব আল হাসান। আফগান ওপেনার সাবির নূরকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। এতে ৭.৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪৬/২-এ।  মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬৫ রানে নিজেদের ইনিংস গুটায় বাংলাদেশ। ইনিংসের শেষ বলে উইকেট দেন ৯ নম্বর ব্যাটসম্যান তাইজুল ইসলাম।  ওয়ানডেতে ৪০০০ রানের ল্যান্ডমার্ক থেকে সামান্যই দূরে ছিলেন মুশফিকুর রহীম। তবে অপক্ষো বাড়লো বাংলাদেশের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মুশফিকের সংগ্রহ ছিল ৩৯২০। তবে মিরপুরে ব্যক্তিগত ৬ রানে উইকেট খোয়ালেন মুশফিক। ফর্ম দেখা গেল না সাব্বির রহামনের ব্যাটেও। প্রস্তুতি ম্যাচের পর প্রথম ওয়ানডেতেও অল্পতে উইকেট খোয়ালেন বাংলাদেশের এ মারকুটে ব্যাটসম্যান। মিরপুরে সাব্বিরের সংগ্রহ ২। তবে রান পেয়েছেন সাকিব আল হাসান। বড় শট হাঁকাতে গিয়ে ব্যক্তিগত ৪৮ রানে ক্যাচ দেন সাকিব।
এদিন অর্ধশতক পূর্ণ হয় মাহমুদুল্লাহরও। ৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮৬/৩-এ। বাংলাদেশ দলের সর্বশেষ ওয়ানডেতে গেল নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ৫২ রান করেন মাহমুদুল্লাহ। গত ১০ মাসে ওয়ানডে খেলতে দেখা যায়নি বাংলাদেশ দলকে। মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দারুণ খেলতে থাকা  স্টাইলিশ ওপেনার তামিম ইকবাল উইকেট দেন ব্যক্তিগত ৮০ রানে।  ৯৮ বলের ইনিংসে তামিম হাঁকান ৯টি বাউন্ডারি। ১৫৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তামিমের ৩৩তম অর্ধশতক। ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৬৩/২। পরের ওভারের প্রথম বলেই তামিমেরে উইকেট তুলে নেন আফগান মিডিয়াম পেসার মিরওয়াইস আশরাফ। ব্যক্তিগত ৩৭ রানে উইকেট খোয়ালেন ইমরুল কায়েস। আফগান অফস্পিনার মোহাম্মদ নবীর ডেলিভারি  ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বোল্ড   হয়ে যান ইমরুল। দ্বিতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এতে ১৮.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮৪/২-এ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওভারেই উইকেট খোয়ান বাংলাদেশ ওপেনার সৌম্য সরকার। আফগান পেসার দৌলত জাদরানের ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে পুল করতে যান সৌম্য। ব্যাট-বলে সময়ের হেরফেরে সাবির নূরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।  টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মিরপুর শেরে বাংলা মাঠে এ ম্যাচে ওয়ানডে অভিষেক হলো আফগান তারকা নাভিন উল হকের। বাংলাদেশ দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *