রাজশাহীতে স্ত্রী হত্যায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

Slider বাংলার আদালত

28597_f1

 

রাজশাহীত;  গৃহবধূ সাথী হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে মৃত্যুদ- দিয়েছে আদালত। দণ্ডিতরা হলেন সাথী ইয়াসমিনের স্বামী মো. আরিফ হোসেন, আরিফের দুই ভাবি হানিফা হাসান ইভা ও মাহফুজা জান্নাতি লাইভা।
রোববার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মামলার নথি থেকে জানা যায়, চার বছর আগে নগরীর বোয়ালিয়া রানীনগরের রহমান আলীর ছেলে আরিফ হোসেনের সঙ্গে নগরীর হেতম খাঁ এলাকার সাহাজিপাড়ার সাজ্জাদ হোসেনের মেয়ে সাথী ইয়াসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আরিফ হোসেন যৌতুকের জন্য সাথীর উপর নির্যাতন চালাত। এ কারণে বিয়ের কিছুদিন পর সাথী বাবার বাড়ি চলে যায়। কিন্তু ঘটনার ৪/৫ মাস আগে আরিফ গিয়ে আবার তাকে নিয়ে আসে। পরে ভালো আচরণ করলেও আবার যৌতুক দেওয়ার জন্য চাপ শুরু করে আরিফের পরিবার। পরে ২০১২ সালের ৪ এপ্রিল বিকেলে আরিফ হোসেন ও শ্বশুরবাড়ির লোকজন সাথীর উপর নির্যাতনের  এক পর্যায় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হয়। প্রতিবেশীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও ওইদিনই সন্ধ্যায় তার মৃত্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *