উরিতে ১৮ সেনা হত্যার ঘটনা কখনই ভুলবে না ভারত: মোদি

Slider বাংলার মুখোমুখি সারাবিশ্ব

file

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ১৮ ভারতীয় সেনাকে হত্যার ঘটনা কখনই ভুলবে না ভারত। উরিতে হামলার ঘটনার পর গতকাল প্রথমবারের মতো জনসমক্ষে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন মোদি। কেরালা রাজ্যে এক সমাবেশে দেয়া ওই বক্তব্যে তিনি পাকিস্তানের তীব্র সমালোচনা করেন। মোদি বলেন, এশিয়ার একটি দেশই সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে, সেটা হলো পাকিস্তান। মোদি প্রশ্ন রাখেন, আমি পাকিস্তানকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কাশ্মিরের একাংশ আছে, আপনারা তা সামলাতে পারেন না, আপনাদের বেলুচিস্তান আছে, সেটাও সামলাতে পারেন না আর আপনারা কাশ্মির চান? এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। মোদি আরও বলেন, পাকিস্তান, তোমাদের নেতাদের প্রশ্ন করো দুটি দেশই এক সময়ে স্বাধীন হয়েছে কিন্তু তারপরও কেন ভারত সফটওয়্যার রপ্তানি করে আর পাকিস্তান সন্ত্রাসবাদ। আমি পাকিস্তানি জনগনকে বলতে চাই, ভারত আপনাদের সঙ্গে লড়তে প্রস্তুত। আপনাদের সামর্থ্য থাকলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করুন। দেখা যাক কে জয়ী হয়? কে আগে দারিদ্র আর নিরক্ষতাকে হারাতে পারে পাকিস্তান নাকি ভারত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *