স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের বলেছেন, ঈদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সড়ক ও জনপথের একশজন লোককে ভলেনটিয়ার হিসাবে কাজ করার নির্দেশনা রয়েছে। যোগাযোগ মন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের হওয়ার বিষয় স্কীকার করে বলেছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর এলাকায় কোন যানজট দেখা যায়নি।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবচেয়ে বেশি যে মহাসড়কে যানজটের সমস্যা সেটা হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। কিন্তু সেখানে যানজটের সমস্যা নেই। এছাড়াও দেশের কোনো জায়গায় যানজটের সমস্যা নেই। যত সমস্যা কালিয়াকৈরের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত। এসময় তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা এলাকার যানজট নিয়ন্ত্রণে আরো ১০০ জন কর্মীকে কাজ যোগ দেওয়ার নিদের্শ দিয়েছেন সড়ক ও জনপদের কর্মকর্তাদের।
মন্ত্রী আরো বলেন, দেশের কোন মহাসড়কে যানজট নেই শুধু ঢাকা-টাঙ্গাইল সড়কে যানজটের কারন ডাইভারদের(চালক) এলোমেলো গাড়ী চালানো। আর একটু শতর্ক থাকলে যানজট কম হতো।
ওবায়দুল কাদের আরও বলেছেন, কোন মহাসড়কেই যানজটের সমস্যা নেই। যতো সমস্যা কালিয়াকৈরের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত। যানজটের জন্য শুধু পুলিশকে দোষ দিলে চলবে না। বেপরোয়া ডাইভার, তারা কোনো নিয়ম-কানুন মানে না। আজকে আমার সামনেও বেশ কয়েকটি গাড়ি বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে গত রাতেও তিন ঘন্টা যানজট লেগেছিল।
পরিদর্শনকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত সুমার রায়, গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী আরেফিন রেজওয়ান, সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলী সাহাবুদ্দিন খান এবং যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।