গ্রাম বাংলা ডেস্ক: ১৬ বছর আগে অর্থাৎ ১৯৯৮ সালে হজ পালন করেছেন বিতর্কিত ডাক, তার ও টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রী
আবদুল লতিফ সিদ্দিকী। অথচ হজ বিরোধী কথা বলে এরই মধ্যে ধর্মপ্রাণ মুসলমানের বিরাগভাজন হয়েছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার এবং সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রীর ঘনিষ্ঠ সহচর আনোয়ার হোসেন মোল্লা এই তথ্যটি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আনোয়ার হোসেন মোল্লা মানবজমিনকে বলেন, আমার পিতা আলহাজ খোরশেদ আলী মোল্লার সঙ্গে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ১৯৯৮ সালে হজ পালন করেছেন। আর তিনি হজ সম্পর্কে যে কটূক্তি করেছেন তা মোটেও ঠিক হয়নি। সেই সঙ্গে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তাতেও আমরা খুশি। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন। ওদিকে নিজে হজ করেও সমপ্রতি হজ, ইসলাম ও ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (সাঃ) বিরোধী কথা বলে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমনকি তার নিজ জেলা টাঙ্গাইলের মানুষও তার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। তার নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৪ (কালিহাতী)-এ চলছে আলোচনা-সমালোচনার ঝড়। খোদ লতিফ সিদ্দিকীর ঘনিষ্ঠজনদের মধ্যেও চরম ক্ষোভ বিরাজ করছে। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছেন লতিফ সিদ্দিকী মারা গেলে তার জানাজায় জেলার কোন মুসলমান অংশ নেবেন না। টাঙ্গাইলের মাটিতে তাকে পা রাখতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।