শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে অবৈধ পলিথিন ব্যাগের উপর অভিযান চালায় গাজীপুর ডিবি পুলিশ। এসময় দোকানি ও সাধারণ জনগণ তাদের উপর চড়াও হয়ে হামলা চালায়। এ হামলায় প্রায় বেশ কয়েক জন পুলিশ সদস্য আহত হন।
শ্রীপুর থানার এস আই মোঃ কায়সার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আহত ডিবি পুলিশ সদস্যদের উদ্ধার করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোষাকে গাজীপুর ডিবি পুলিশ লেখা জেকেট পড়ে এক দল লোক বরমী বাজারে একটি পলিথিনের দোকানে প্রবেশ করেন। তারপর অবৈধ পলিথিন রাখার অভিযোগে একজনকে আটক করেন। এই ঘটনার পর স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা পুলিশ নয় এমন সন্দেহ করে ডিবি পুলিশের উপর আক্রমন করেন। এতে ডিবির কর্মকর্তা রফিকুল ইসলাম, আলমগীর হোসেন সহ মোট ৪জন আহত হয়। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ গিয়ে বরমী বাজার ব্যবসায়ী সমিতির অফিস থেকে স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় আহত ডিবির টিমকে উদ্ধার করে। কিছুক্ষন পর ডিবি পুলিশের আরেকটি টিম ডিবি পুলিশের উপর হামলাকারী ২জন সহ মোট ৪জনকে আটক করে ।